কর্ণ
- সায়েল আচার্য

"মহাভারতের মানস সন্তান জন্মিয়াছিল এক যুগে!
সূর্য দেবের অদ্বৈত পুত্র কর্ণ তারি নাম;-
মাতা কুন্তি তপ নমে কানে ধরি
কুমারী হে নয়না লজ্জাহেতু সাগরে দান করি।"
ভাগীরথ এসে লালন পালন রক্ত দিল দান
কৌরব হেতু বীরপক্ষ পাইল সে মান,
মহান যুদ্ধে কৌরব শিবিরে হইল কৃষ্ণের গমন
বুঝাইল তারে সেও যে পাণ্ডুদের নয়ন:
একদা শিবিরে কুন্তি আসিয়া চাইল প্রাণ ভিক্ষা
ষষ্ঠ হতে পাণ্ডবেরে পাঁচটি আঙুল পাইবে কৃপা:
মাতা হিতে একমনে দান চাহিতে বলি
পিতার দেওয়া স্বর্ণকবচ বক্ষে খুলে তুলি।
কৃষ্ণ আসি অর্জুন কহে গান্ডিব চালাও পার্থ
তীর লাগি ছিন্ন মস্তক কর্ণেরে হইল তিরোধান।।


২৪-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।